ভিটামিন ‘এ’ শিশুদের দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে: ডা. শরীফুল হাসান
সুরমা টাইমস ডেস্কঃ
সিলেট বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শরীফুল হাসান বলেছেন, ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুদের অন্ধত্ব প্রতিরোধসহ বিভিন্ন রোগ থেকে বাঁচানো সম্ভব। ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। শিশু মৃত্যুহার কমায়।
তিনি আরো বলেন, বর্তমান সরকার ২০১০ সাল থেকে নিয়মিতভাবে বছরে ২ বার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রেখেছেন। ফলে বর্তমানে ভিটামিন এ এর অভাবজনিত রাতকানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা ৪ শতাংশ প্রায় নেই বললেই চলে।
তিনি রবিবার (১৮ জুন) সকালে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ), বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ নুরে আলম শামীম, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মঈনুল আহসান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেডিসিন কনসালটেন্ট ডা. এস এম সাজ্জাদুল হক, গাইণী কনসালটেন্ট ডা. উম্মুল সিফাত রিজওয়ানা, আবাসিক মেডিকেল অফিসার ডা. রুবাইয়া আহমেদ, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আবু সালমান মো. সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান,
ডা. আসাদুজ্জামান রনি, ডা. সানিউল আজিম, জাতীয় ইপিআই বিশেষজ্ঞ ইউনিসেফ ডা. নবোজ্যোতি দেব, হেলথ অফিসার ডা. মির্জা ফজলে এলাহী প্রমুখ। এছাড়াও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।