মুফতি ফয়জুল করিমের উপর হামলা প্রতিবাদে মাহমুদুল হাসানের নিন্দা

বরিশাল সিটি নির্বাচনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

 

সোমবার এক বার্তায় তিনি বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীরের উপর হামলা সরকারের ব্যর্থতা ও সন্ত্রাসের বহিঃপ্রকাশ। ভোটে নিশ্চিত হার জেনেই তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

 

এই সন্ত্রাসী হামলা সরকারের ভয়াবহ শেষ পরিণতি ডেকে আনবে। তিনি ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও দোষীদের গ্রেপ্তারের জোর দাবি জানান।

 

 

—বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।