দেশের উন্নয়নে শিক্ষার্থীদের আগামীতে ভূমিকা রাখতে হবে: হাবিবুর রহমান হাবিব এমপি

 

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, দেশের উন্নয়নে শিক্ষার্থীদের আগামীতে ভূমিকা রাখতে হবে। মানসম্মত শিক্ষায় শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগী হবে হবে। বাংলাদেশ অপার সম্ভাবনায় দেশ, দেশকে এগিয়ে নিতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে।

তিনি বলেন, বিদেশমুখী প্রবণতা থেকে আমাদের দূরে থাকতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশটি বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন অর্জন করেছে। দেশের এই উন্নয়নে শিক্ষার্থীদের কাজ করতে হবে।

আজ রোববার (২৮শে মে) দুপুরে সিলেট নগরীর দক্ষিণ সুরমার প্রগতি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রগতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইকবাল আহমদ আফাজের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাফর আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিক্ষানুরাগী আলহাজ্ব মইনুল ইসলাম, প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান আতিক।

স্বাগত বক্তব্য দেন প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল বরণ আর্চায্য।

অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন প্রগতি উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আফতাব আলী, ম্যানেজিং কমিটির সদস্য হিরন মিয়া, সিদ্দিক মিয়া, অভিভাবক সদস্য মনোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক আব্দুল খালিক, জুবায়ের আহমদ, ভানু চন্দ পাল, পত্নীকুমার ঘোষ,

 

অখিল চন্দ দাস, জীবন কৃষ্ণ সরকার, লিপি সেন, ফয়ছল আহমদ, অখিল চন্দ দাস, তেতলী ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, তেতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়েজ আহমদ, যুবলীগ নেতা বদরুল আলম তুহিন, মির্জা জামাল আহমদ বেগ, ছাত্রলীগ নেতা জয়নাল আবেদন ইমন, বিদ্যালয় অফিস সহকারী ফাহিম আহমদ, ইমরান আহমদ প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার আহমদ শুভ। গীতা পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী রিয়া রাণী দাশ।

সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এমপি হাবিবুর রহমানসহ অতিথিবৃন্দ।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।