সিলেটবাসীর জন্য প্রধানমন্ত্রীর ভালোবাসার কোনো কমতি নেই
সুরমা টাইমস ডেস্কঃ
সুনামগঞ্জ-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, সাবেক যুগ্ম সচিব বিনয় ভূষণ তালুকদার ভানু বলেছেন, আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং সিলেট সিটিকে একটি স্মার্ট নগরী গড়ে তুলার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দিন।
আওয়ামী লীগের রাজনীতি মানুষের কল্যাণে। ব্যক্তিগত অর্জন বা বিসর্জনের চেয়ে মানুষের সেবাটাই আওয়ামী লীগের কাছে মুখ্য।
তিনি আরো বলেন, সিলেটকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন তার সবকিছুই করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের উন্নয়নের ব্যাপারে আন্তরিক। সিলেটবাসীর জন্য তার ভালোবাসার কোনো কমতি নেই।
তিনি সোমবার (১২ জুন) বিকেলে বিনয় ভূষণ তালুকদার ভানুর উদ্যোগে সুনামগঞ্জ ও নেত্রকোণা সহ নগরীর বিভিন্ন এলাকাবাসীর সাথে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে দিনব্যাপী গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, চেয়ারম্যান ও সিলেটস্থ ভাটি বাংলার নেতৃত্ব দেবেশ তাং, রতি লাল দাশ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও প্রিন্সিপাল মো. আনোয়ার হোসেন সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।