বঙ্গবন্ধুর জন্মদিনে শিক্ষার্থীদের পাশে সারা বাংলা’র কেন্দ্রীয় কমিটির দোয়া ও মিলাদ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করেছে শিক্ষার্থীদের পাশে সারা বাংলা’র কেন্দ্রীয় কমিটি। শুক্রবার (১৭ মার্চ) বিকেল ৩টায় কবি নজরুল মেমোরিয়াল বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রেজি নং ১২০৬৮ এর সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ রাশেদ নেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি আহমদ আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি তাজেল আহমেদ চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী, সহ-সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, সহ সভাপতি ও আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক জুবায়ের আহমদ বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সিলেট সদর উপজেলার সাধারণ সম্পাদক, সহ সভাপতি ও কবি নজরুল মেমোরিয়াল স্কুলের চেয়ারম্যান এস এম আল- আমিন, সহ সভাপতি ও ব্রিটিশ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রোকন উদ্দীন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাদাম বাগিচা ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মো:আলমাছ আহমদ, যুগ্মসাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক তানজিম উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক রুহান নেওয়াজ, অর্থ বিষয়ক সম্পাদক আনিশা আক্তার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাতুল শাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিকা আক্তার,

 

৪নং ওয়ার্ডের সভাপতি সানজিদা হোসেন মারওয়া, সদস্য আক্তার হোসেন, তানহা, সানি, ৫ নং ওয়ার্ড ইউনিট কমিটির যুগ্মসাধারণ সম্পাদক আল শাহারিয়ার রাফি, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম হৃদয়, সৈয়দ মগনী পীরমহল্লা ইউনিট কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদিক, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক পুষ্পা আক্তার ঝর্না, পশ্চিম চৌকিদেখি ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মুমিন হোসেন মাজু, সহ-সভাপতি রবিউল শেখ, পূর্ব চৌকিদেখি ইউনিট কমিটির সহ-সভাপতি মো: মইনুউদ্দিন। এছাড়াও শিক্ষার্থীদের পাশে সারা বাংলা’র কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

 

 

=বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।