Surma Times | Sylhet News

সিলেটের প্রথম অনলাইন সংবাদ পোর্টাল

মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হত্যা চেষ্টার মামলায় ০৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমানতকে রাজধানীর মুগদা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩

রাজধানীর মুগদা থানাধীন এলাকা থেকে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হত্যা চেষ্টার মামলায় ০৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আমানত (৩৩), পিতা-জব্বার খাঁ, সাং-মশদগঞ্জ, থানা-লৌগজং, জেলা-মুন্সীগঞ্জকে ১৪/০২/২০২৩ তারিখ ১৯৫০ ঘটিকায় গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায় ২০১৩ সালে একটি হত্যা চেষ্টার মামলা রুজু হয়। মামলার পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ০৭ বছরের সশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।=

বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।