সুনামগঞ্জে ডাকাতি ঢাকায় আটক

সুরমা টাইমস ডেস্কঃ

 

সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকায় দুুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের নেতা সোহেল মিয়া (৩৯)’কে রাজধানীর পল্টন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের নেতা  সোহেল মিয়া (৩৯), পিতা-মৃত আরজাত আলী, সাং-উত্তর কালনীর চর, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জকে ০৫/০৬/২০২৩ তারিখ গভীর রাতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

 

অধিনায়ক জানান, ধৃত আসামি তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন জালালপুর এলাকায় সাইদুল ইসলাম ডালিম এর বাড়িতে ২৭ ডিসেম্বর ২০২২ তারিখে দুর্ধর্ষ ডাকাতির কার্যক্রম চালায়।

 

উক্ত ডাকাতির ঘটনায় সে নেতৃত্ব প্রদান করে। তার ডাকাত দলে বেশকিছু সদস্য রয়েছে। তারা একত্রে অস্ত্রসস্ত্রে সর্জিত হয়ে সুনামগঞ্জসহ আশপাশ এলাকায় ডাকাতির কার্যক্রম পরিচালনা করে থাকে। ধৃত সোহেল এর নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।

সে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে জেল খেটে জামিনে মুক্ত হয়ে একই পেশায় নিয়োজিত হয়।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।