১৮ নং ওয়ার্ডে নৌকা মার্কার মেয়র প্রার্থীর কার্যালয় উদ্বোধন

সুরমা টাইমস ডেস্কঃ

সিসিকের ১৮ নং ওয়ার্ডে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) বিকেলে কুমারপাড়াস্থ ঝর্ণারপাড় পয়েন্টে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাজওয়ান আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মস্তফা কামাল মস্তই, মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, সাবেক দপ্তর সম্পাদক শামসুল ইসলাম, কানাডা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সুইট,

 

১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, আকবর হোসেন সেলিম, মুজিব খান, সৈয়দ মারুফ আহমদ, মাহবুব খান মাসুম, সাইফুল আলম সিদ্দিকী, ইঞ্জিনিয়ার আলী আশরাফ মামুন, এডভোকেট মোয়াইমিন চৌধুরী বাপ্পী, সুমন বিন বাসিদ, সৈয়দ জাকারিয়া হোসেন,

 

কামরুল ইসলাম চৌধুরী, বিশাল দে উৎসব, ফারুক খান জেমো, জুবায়ের আহমদ সিদ্দিকী, এস এম মুন্না, রোমান রশিদ, রোমান ভুইয়া, অঙ্কুশ চক্রবর্তী, মাহি আহমদ সৌরভ, মিনহাজ চৌধুরী, পরাগ মিত্র দুর্জয়, অলিউর রহমান অলি, মিলাদ নুর, হেলাল চৌধুরি, দীপায়ন দেব দীপ, সাদমান শরীফ, ওবায়দুল হক সাহি, অপলু, সাইদুল ইসলাম, মাহমুদুল হাসান শাফি, লুৎফুর রহমান, আব্দুল মালেক, অন্তর দাস, সন্দ্বীপ তালুকদার প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।