নিজস্ব প্রতিবেদক::
জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল সিলেট জেলার আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালকে গ্রেফতার করেছে সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ।
আজ শনিবার (২৭শে মে) সন্ধ্যায় সিলেট নগরীর সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি সুরমা টাইমস-কে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি জানান, ২০১৯ সালের একটি নাশকতা মামলায় আব্দুল আহাদ খান জামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো তাই তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়,আজ শনিবার বিকালে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়ার স্মরণ সভায় যোগ দিয়েছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল।
সভা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার পুলিশ।