রাশিয়া, নেপাল, ইরান, অস্ট্রেলিয়াসহ দশটি দেশের কবিদের অংশগ্রহণে ২৫ মে ইন্টারন্যাশনাল নজরুল পয়েট্টি ফেস্টিভ্যাল

 

জাতীয় কবিতা মঞ্চের আয়োজনে রাশিয়া ইরান অস্ট্রেলিয়া নেপাল ভারত সহ দশটি দেশের কবিদের অংশগ্রহণে জাতীয় কবির জন্মদিনে আন্তর্জাতিক নজরুল পয়েট্টি ফেস্টিভ্যাল সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল আটটা থেকে নজরুলের কবরে পুষ্পমালা প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে।

 

অনুষ্ঠানে ইরান এম্বাসির কালচারাল কাউন্সিলর সাইয়েদ রেজা মীর মোহাম্মদী, ইরানীয়ান কবি প্রফেসর মাজিদ পাইয়ান, মেজর জেনারেল সিদ্দিকুর রহমান, ব্রিগেডিয়ার জনাব নাসিমন গনি, বীর প্রতীক কর্নেল দিদারুল আলম, কবি আল মোজাহিদী, কবি আসলাম সানি, ডক্টর খালিকুজ্জামান,

রাশিয়ান কবি সুফিয়া, নেপালী কবি ভুজকুমার, ভারতের ৫০ জন কবি সহ সারাদেশ থেকে হাজারের অধিক কবি লেখক অংশগ্রহণ করবেন।

 

সভাপতিত্ব করবেন জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামী।

 

 

—প্রেস বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।