লামাকাজীতে আশার প্রতিষ্ঠাতা’র স্মরণে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন

লামাকাজী ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন (ধলা) মিয়া বলেছেন ফিজিওথেরাপি মানুষের অন্যতম সামাজিক সেবা। ফিজিওথেরাপি চিকিৎসা
শুধুমাত্র গরীব জনগণের জন্য নয়, ধনী—গরীব সকল মানুষের জন্যই একটি নির্দিষ্ট বয়সে গিয়ে প্রয়োজন। বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার জন্য ফিজিওথেরাপি প্রয়োজন সেগুলোর ক্ষেত্রে ফিজিওথেরাপিষ্ট থেকে চিকিৎসা ও পরামর্শ পেলে আর ঔষধ খেতে হয়না।

 

বর্তমানে বিশ্বব্যপি ফিজিওথেরাপী একটি জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি ইউনিয়ন পর্য্যায়ে আশার এ ধরনের ক্যাম্পের আয়োজনে ধন্যবাদ জানান। লামাকাজী ইউনিয়নে পূর্বেও ফ্রি ফিজিওথেরাপী ক্যাম্প হয়েছে যা ছিলো সন্তোষ জনক।

আশার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোঃ শফিকুল হক চৌধুরীর স্মরণে আশা লামাকাজী ব্রাঞ্চে তিন দিনব্যাপী ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সোমবার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার ১ নং লামাকাজী ইউনিয়নে আশা লামাকাজী ব্রাঞ্চে আশা সংস্থার সৌজন্যে তিন দিনব্যাপী ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়।

 

আশা’র সিলেট (সদর) জেলা সিনিয়র ডিস্টি্রক্ট ম্যানেজার এম জি রায়হান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা সিলেট ডিভিশনাল ম্যানেজার রুহুল আমিন, লামাকাজি ৭নং ওয়ার্ডের মেম্বার এনামুল হক এনাম, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন আহমদ (শান্তি মিয়া)।

 

আশা টুকের বাজার অঞ্চলের সিনিয়র আরএমও মোঃ নাজমুল আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশা সিলেট ডিভিশন শিক্ষা অফিসার হাবিবুর রহমান (মাহবুব), আশা লামাকাজী ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল্লাহ আল ফারুক ও বৈরাগীবাজার ব্রাঞ্চ ম্যানেজার চান মিয়া, আশা লামাকাজী ব্রাঞ্চ শিক্ষা সুপারভাইজার শামীম আহমদ, সুপারভাইজার সিরাজুল আলম, আশা বৈরাগী বাজার ব্রাঞ্চ শিক্ষা সুপারভাইজার হুসাইন আহমদ প্রমূখ।

ফিজিওথেরাপি ক্যাম্পে দুইটি হুইল চেয়ার ,মেডিসিন ও ব্যাথাজনিত অন্যান্য উপকরণ ফ্রি প্রদান করা হয়।

 

 

— বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।