Surma Times | Sylhet News

সিলেটের প্রথম অনলাইন সংবাদ পোর্টাল

পোড়াবাড়ি মহাপ্রভুর আখড়ায় লীলাসংকীত্তর্ন শুরু ৮ জুন

 

শ্রীকৃষ্ণ চৈতন্য প্রীতার্থে এবং শ্রীশ্রী রাধাকান্ত দাস বৈষ্ণব বাবাজীর তিরোধান উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী লীলাসংকীত্তর্ন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পোড়াবাড়িস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে— ৮ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায়—শ্রী রামানন্দ দাস টিটু; পনিটুলা, সিলেট, রাত ৮টায় শুভ অধিবাস; পরিবেশনায়—শিবানন্দ দাস বাবাজী, মালনীছড়া, সিলেট।

 

৯ জুন শুক্রবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী লীলাসংকীত্তর্ন শুরু হবে। মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ। কীত্তর্ন পরিবেশন করবেন— শিবানন্দ দাস বাবাজী; সিলেট, শ্রীযুক্ত শুভ রায়; মৌলভীবাজার, শ্রীমতি ঝুমা রানী দাস; নেত্রকোনা ও শ্রীযুক্ত নেপাল তালুকদার; নেত্রকোনা।

 

দুপুর ১২টায় ভোগ—আরতি এবং দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণ। ১০ জুন শনিবার সকাল ১১টায় দধিভাণ্ড ভঞ্জন ও কীত্তর্ন সমাপন, পরিবেশনায়— শিবানন্দ দাস বাবাজী।

মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য পোড়াবাড়ি শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার সেবিকা মাতাজীগণ ও সকল শিষ্যভক্তবৃন্দ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

 

 

—বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।