আনোয়ারুজ্জামান চৌধুরী’র সমর্থনে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী’র সমর্থনে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ মে) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্প্রীতি বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ও লিভার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট চিকিৎসক ও তরুণ রাজনীতিবিদ ডা. আরমান আহমদ শিপলু।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশবাসীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।

বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে সবাইকে ঐক্যবদ্ধবাভে কাজ করতে হবে এইং আগামী ২১ জুন নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

সুরমা বয়েজ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও ওয়েব অব হিউম্যানিটি এল্যায়েন্স সিলেট এর সভাপতি কাজী মুহিবুর রহমান সুয়েব এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সভাপতি উৎপল বড়ুয়া,

 

সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেট এর সভাপতি আক্তার হোসেন, ওয়েব অব হিউম্যানিটি এ্যলায়েন্স সিলেট এর সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন জনি, কাজী ইয়াসিন, সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেট এর আইন সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, মো. সাকিব রানা কবির, এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী, শায়েখ আহমদ, দ্বীন ইসলাম, নাঈম ইসলাম প্রমুখ।

 

 

 

—বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।