অনিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে দক্ষিণ সুরমায় মতবিনিময়

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এমআরএসি  combating Human Trafficking through strengthening 4Ps project     প্রকল্পের আওতায় দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ সভা কক্ষে ১৫ মে সোমবার দুপুরে অনিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূসরাত লায়লা নীরা’র সভাপতিত্বে ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সেক্টর স্পেশালিষ্ট মো. নজরুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্র ধর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. রাজিব হুসাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহমেদ, মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক,

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: রুবাইয়া আহমেদ, দৈনিক ভোরের কাগজ এর সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, কোষাধ্যক্ষ শরিফ আহমদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. লুৎফুর রহমান, মোগলাবাজার থানা পুলিশ পরিদর্শক মো.হারুনুর রশিদ।

শুরুতে স্বাগতম বক্তব্য রাখেন ও প্রজেক্টের মাধ্যমে চিত্র তুলে ধরেন ব্র্যাক ডিস্ট্রিক ম্যানেজার শুভাশীষ দেবনাথ।

নোট টেকিং পংকজ গোস্তামী,মুল প্রবন্ধ উপস্থাপক ব্র্যাক জেলা সমন্বয়কারী অনিক আহাম্মদ অপু, উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদ, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. ওলিদুর রহমান, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. একরামুল হক প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন- মানব পাচার রোধে সবাইকে সচেতন হতে হবে। বিদেশমুখী নিরাপদ অভিবাসন টেকসই উন্নয়নে মানব পাচার রোধ করতে ঐক্যবদ্ধ হতে হবে।

 

 

—বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।