নর্থ বেঙ্গল সোসাইটি সিলেটের ঈদ পুনর্মিলনীতে সংবর্ধিত হলেন শাবিপ্রবির কোষাধ্যক্ষ
সিলেটে বসবাসরত রাজশাহী ও রংপুর বিভাগের অধিবাসীদের সংগঠন নর্থ বেঙ্গল সোসাইটি সিলেটের ঈদ পুনর্মিলনী—২০২৩ শুক্রবার, ১২ মার্চ রাতে
মহানগরীর জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি প্রকৌশলী মো রবিউল ইসলামের সভাপতিত্বে ও শারমিন সুলতানা শর্মির সঞ্চালনায় অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসাবে নিয়োগ পাওয়ায় প্রফেসর আমিনা পারভীনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড আবু হেনা মোস্তফা কামাল, বন্ধু লাইব্রেরি এন্ড পাবলিকেশনের স্বত্বাধিকারী মাহবুবুল আলম মিলন, মো আব্দুর রশিদ, জ্যেষ্ঠ সহসভাপতি মুকুল হাসান জিন্নাহ, সহসভাপতি খন্দকার মশিউর রহমান ও কোষাধ্যক্ষ আব্দুল আলীম বাবু সহ কর্ম ও অন্যান্য সূত্রে সিলেট বিভাগে বসবাসরত দুই বিভাগের শতাধিক অধিবাসী অংশগ্রহণ করেন।
সংবাদ বিজ্ঞপ্তি ।।