কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক ০৯টি সাজা সহ মোট ১০টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার

 

তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ আলী মাহমুদ এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/অজয় শংকর চৌধুরী, এএসআই(নিঃ)/আশরাফুল আলম ও অন্যান্য ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা পূর্বক ডিএমপি’র নিউ মার্কেট থানাধীন এলিপ্যান্ট রোড এলাকা হইতে অদ্য ১৩/০৫/২০২৩খ্রিঃ তারিখ অনুমান ০৭.৩০ ঘটিকার সময়

১। সিআর-৮৬/১৮, দায়রা-১৮৯৩/১৯ এর ০৪ মাসের কারাদন্ড সহ ১,৭৮,০০০/- টাকা জরিমানা, ২। কোতোয়ালী সিআর-১৩৭৩/১৫ দায়রা-১১০৯/১৬ এর ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ৮,০০,০০০/- টাকা জরিমানা, ৩। সিআর-৪৪০/১৬, দায়রা-১৮১০/১৬ এর ০৭ মাসের কারাদন্ড সহ ৫,২০,০০০/- টাকা জরিমানা, ৪। কোতোয়ালী সিআর-৪৯০/১৫ দায়রা-৫৮১/১৬ এর ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১৪,০২,০০০/- টাকা জরিমানা,

 

৫। সিআর-২২৫/১৭, দায়রা-১৯৬৭/১৭ ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ২,০০,০০০/- টাকা জরিমানা, ৬। কোতোয়ালী সিআর-৬২৫/১৫ দায়রা-৯৫৩/১৬ এর ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ৩,২৪,৭৬২/- টাকা জরিমানা, ৭। সিআর-২২৪/১৭ দায়রা-১৯৬৫/১৭ এর ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ৩,০০,০০০/- টাকা জরিমানা,

৮। দায়রা-৯৪৮/১৫ এর ০৪ মাসের কারাদন্ড সহ ১,৯১,৮৯০/- টাকা জরিমানা, ৯। সিআর-২০৬/১৫ দায়রা-১৩৪২/১৫ এর ০৪ মাসের কারাদন্ড সহ ২৭,৬৬৩/- টাকা জরিমানা এবং ১০। সিআর-১৩২৭/১৬ দায়রা-৯৯১/১৭ সংক্রান্তে দীর্ঘদিন যাবৎ গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ১। সুন্দরী দেবী (৪২) স্বামী- বাবুল সিংহ, পিতা- গোবিন্দ সিংহ, মাতা- কিরণ মালা দেবী, সাং-ছায়াতরু-৬৮, লামাবাজার, থানা- কোতোয়ালী, এসএমপি, সিলেট, ব্যবসায়ীক ঠিকানা- প্রোঃ স্নেহা হ্যান্ডিক্রাফট, খালেদ ম্যানশন, ভিআইপি রোড, লামাবাজার, থানা- কোতোয়ালী, এসএমপি, সিলেট’কে নারী পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়।

 

 

—বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।