মহান মে দিবসে বাংলাদেশের সাম্যবাদী দল জেলা শাখার আলোচনা সভা ও লাল পতাকা মিছিল
মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও লাল পতাকা মিছিল অনুষ্টিত হয়েছে। সোমবার (১ মে) সকাল ১১টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) সিলেট জেলা শাখার সম্পাদক অধ্যক্ষ ব্রজগোপল এর সভাপতিত্বে ও যুবনেতা সেলিম আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন-সাম্যবাদী দলের নেতা আজাদ আলী, কমরেড ফয়সল আহমদ সজল, চিত্তরঞ্জন দেব, শান্তনা সিনহা, চম্পা ভট্টাচার্য্য, জেলা শাখার নেতা কমরেড নিবাস চক্রবর্তী, সাম্যবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মোশাহিদ আহমদ, ওসমানীনগর উপজেলা শাখার নেতা কমরেড আবুল কালাম আজাদ, কমরেড শেখর চন্দ্র বোধ প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে দুপুর ১২টায় নগরীতে লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি জিন্দাবাজার থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিকাবীবাজার পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।
—বিজ্ঞপ্তি