লালাবাজার ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন পরিদর্শন করলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন
সুরমা টাইমস ডেস্কঃ
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেট চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিপিএম (বার), পিপিএম গতকাল শনিবার (২৯শে এপ্রিল) লালাবাজার সিলেটে এসে পৌঁছালে সহকারী পুলিশ আছাবুর রহমান এর নেতৃত্বে একটি সু-সজ্জিত পুলিশের দল থাকে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় আবদুল্লাহ আল মামুনকে ফুলের শুভেচ্ছা জানান ডিআইজি (প্রশাসন) মো. শাহ্ আবিদ হোসেন বিপিএম (বার) এপিবিএন হেডকোয়ার্টার্স উওরা ঢাকা, ব্যাটালিয়ন’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) খো. ফরিদুল ইসলাম সহ অন্যান্যরা।
পরে পর্যায়ক্রমে নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা ও নির্মাণাধীন বিল্ডিং সার্বিক কার্যক্রমের অগ্রগতি এবং ফোর্সের ব্যারাক ও বিশুদ্ধ খাবার পানি ফিল্টার পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন মো. শাহ আবিদ হোসেন বিপিএম (বার) ডিআইজি (প্রশাসন) এপিবিএন হেডকোয়ার্টার্স উওরা ঢাকা, এসএমপি’র পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম, সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম সহ অন্যান্য অফিসার, ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।