সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ৬ পরিবারকে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী প্রদান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এর পক্ষ থেকে গত সোমবার সকালে ধান কাটার সময় বজ্রপাতে নিহত কৃষক সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের আব্দুস সামাদ, জাউয়াবাজার ইউনিয়নের মহিম উদ্দিন ও আরশ আলী, দোয়ারাবাজার উপজেলা’র লক্ষিপুর ইউনিয়নের মিলন মিয়া ও তারা মিয়া, তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়ধল ইউনিয়নের রমজান আলীর পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
গত সোমবার এই নগদ অর্থ সহায়তা ও খাদ্য সামগ্রী প্রদান করেন-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজান।
উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক সামছিল হক নমু, সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক আনিসুল হক, সদস্য সচিব আব্দুল ওয়াদুদ চেয়ারম্যান, উপদেষ্টা অধ্যাপক শাহ মতিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, চরমহল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত,
জেলা বিএনপির সহ-সাহিত্য প্রকাশনা সম্পাদক গোলাম হোসেন শাকিল, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপি সভাপতি এনামুল হক, ছাতক ইউনিয়ন বিএনপি সভাপতি জাহেদুল ইসলাম আহবাব উপজলো বিএনপির সদস্য কয়েছ মিয়া, চরমহল্লা ইউনিয়ন বিএনপি সভাপতি সামছুদ্দিন, ছাতক পৌর যুবদলের সাবেক আহবায়ক খায়ের উদ্দিন, এডভোকেট আব্দুল আহাদ, মনির উদ্দিন মেম্বার, আব্দুর রহিম মেম্বারসহ, সুনামগঞ্জ জেলা ও স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
—বিজ্ঞপ্তি ।।