অদ্য ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার তারিখে দুপুর ০২.০০ ঘটিকার সময় সিলেট মহানগরীর কেন্দ্রীয় শাহী ঈদগাহে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা বৃদ্ধির জন্যে শাহী ঈদগাহ এলাকা পরিদর্শন করেন এসএমপি পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম(বার) পিপিএম, ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) জনাব সুদীপ দাস,
অফিসার ইনচার্জ (কোতোয়ালি মডেল থানা) জনাব মোহাম্মদ আলী মাহমুদ, অফিসার ইনচার্জ ( এয়ারপোর্ট থানা) জনাব মোঃ মঈন উদ্দিন শিপন সহ অন্যান্য অফিসারবৃন্দ।
উক্ত পরিদর্শকালে মান্যবর পুলিশ কমিশনার উপস্থিত সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং সম্মানিত নগরবাসীর নিরাপত্তা প্রদানের বিষয়ে এসএমপি পুলিশের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
—বিজ্ঞপ্তি ।