এয়ারপোর্ট থানা পুলিশ কর্তৃক পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ০৮ জন গ্রেফতার

গত ১৪/০৪/২০২৩খ্রিঃ তারিখ জনাব অলক কান্তি শর্মা, সহকারী পুলিশ কমিশনার, এয়ারপোর্ট থানা ও মোহাম্মদ মঈন উদ্দিন, অফিসার ইনচার্জ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দে,এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেটদের দিক নির্দেশনায় এসআই(নিঃ)/গৌতম চন্দ্র দাশ, এসআই(নিঃ)/আসলম আহমদ, এসআই(নিঃ)/মোঃ ইব্রাহিম সরকার, এএসআই(নিঃ)/এখলাছুর রহমান, এএসআই(নিঃ)/এরশাদ আলী সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল সাকিনস্থ ধৃত আসামী ১। মাঈন উদ্দিন (নান্না) (৪০), পিতা-মৃত আফিল উদ্দিন,

সাং-ধোপাগুল, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট, ০৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।

 

এ সংক্রান্তে এয়ারপোর্ট থানার মামলা নং-১৮, তাং-১৪/০৪/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/১৪(খ) রুজু হয়।পরবর্তীতে থানা এলাকায় বিভিন্ন স্থানে পৃথকভাবে অভিযান পরিচালনা করিয়া এয়ারপোর্ট থানাধীন নয়াবাজার এলাকা হইতে জুয়া খেলারত অবস্থায় ২। জুনেদ আহমদ (২৫), পিতা-আব্দুল সালাম, ৩। হোসেন মিয়া (৩৬), পিতা-আতাউর রহমান, উভয় সাং-মংলীপাড়, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটদ্বয়কে আটক করা হয়।

 

এ সংক্রান্তে এয়ারপোর্ট থানার নন.এফ.আই.আর নং-৬৩/২৩, তাং-১৪/০৪/২০২৩খ্রিঃ, ধারা-এসএমপি এ্যাক্ট ৯৫। এয়ারপোর্ট থানার জিআর-৯৭/২১ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ৪। কামরুল নেপালী প্রকাশ কামলাল নেপালী, পিতা-বীর লাল বাহাদুর নেপালী, সাং-মালনীছড়া চা-বাগান, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।এয়ারপোর্ট থানার মামলা নং-১৪, তাং-১৫/০২/২০২৩খ্রিঃ, ধারা-সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৫/১০৫ এর তদন্তকারী অফিসার এসআই(নিঃ)/প্রণব রায় সঙ্গীয় ফোর্সসহ পলাতক আসামী ৫। জাকির হোসেন @ আলাল (২৫), পিতা-মৃত আব্দুর রহিম, সাং-নওয়াগাঁও, থানা-শাহপরাণ(রহঃ), জেলা-সিলেট এবং এয়ারপোর্ট থানার মামলা নং-১৫, তাং-১৩/০৪/২০২৩খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ১১(গ) এর তদন্তকারী অফিসার এসআই(নিঃ)/আসলম আহমদ সঙ্গীয় ফোর্সসহ এজাহার নামীয় আসামী ৬। মোঃ ময়নুল ইসলাম প্রকাশ বাবুল (৫৫), পিতা-মৃত আব্দুল মনাফ, সাং-বনকলাপাড়া ১০৫/১৪, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।

 

এসআই(নিরস্ত্র)/মোঃ মফিজুর রহমান, ইনচার্জ-আম্বরখানা পুলিশ ফাঁড়ী, এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট সঙ্গীয় রাত্রীকালীন সিয়েরা-৩২ এর অফিসার এএসআই(নিঃ)/জুনাইদ আহমেদও ফোর্সদের সহায়তায় এয়ারপোর্ট থানাধীন মজুমদারী সিএনজি স্ট্যান্ডের পিছনে গভীর রাতে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার কারণে ৭। মোঃ সাগর মিয়া (২০), পিতা-মোঃ বাবুল মিয়া, সাং-মজুমদারী, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৮। মোঃ রমজান মিয়া (২৬), পিতা-হারুন মিয়া, সাং-তরঙ্গ ৪/৪, লেচুবাগান, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটগ্রেফতার করেন। এসংক্রান্তে এয়ারপোর্ট থানার নন.এফ.আই.আর নং-৬৪/২৩, তাং-১৪/০৪/২০২৩খ্রিঃ, ধারা-এসএমপিএ্যাক্ট ৮৯।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

 

 

—বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।