উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) কার্যালয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুরমা টাইমস ডেস্কঃ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অদ্য ১২/০৪/২০২৩ খ্রিঃ তারিখ উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) কার্যালয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জনাব মুহম্মদ আব্দুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেটের সভাপতিত্বে এবং সার্জেন্ট (প্রশাসন), জনাব আবুবক্কর শাওন এর সঞ্চালনায় দুই পক্ষের মধ্যে মহানগরীতে যানজট নিরসন ও ট্রাফিক আইনের বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করা হয়।

এসময় নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সদস্যরা উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মুহম্মদ আবদুল ওয়াহাব মহোদয়কে নগরীতে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব গৌতম দেব, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট, জনাব মোহাম্মদ মোস্তাক আহমেদ টিআই (প্রশাসন), সার্জেন্ট/ নূরুল হুদা মোড়ল, এবং সার্জেন্ট/ নাজমুল আলম, ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেট।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সহ সাংগঠনিক সম্পাদক জনাব জহিরুল ইসলাম, জনাব এম ইকবাল হোসেন, সভাপতি, নিসচা, সিলেট মহানগর, জনাব আব্দুল হাদী পাবেল, সাধারণ সম্পাদক , জনাব আতিকুর রহমান খান মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক, জনাব আহসান হাবীব, প্রচার সম্পাদক, জনাব জিল্লুর রহমান, সদস্য, জনাব আবুল কাশেম, সদস্য নিরাপদ সড়ক চাই (নিসচা)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।