ভিপি মাহবুবের মাতৃবিয়োগে সিলেট মহানগর বিএনপির শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর আহ্বায়ক ও সিলেট জেলা বিএনপির সদস্য মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুবের মাতা’র ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
মরহুমার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুুবুল হক চৌধুরী ভিপি মাহবুবের মমতাময়ী মা একজন দ্বীনদার ও পরহেযগার নারী হিসেবে আত্মীয় স্বজন ও এলাকাবাসীর কাছে প্রিয়পাত্র ছিলেন।
তিনি অসহায় মানুষের কল্যাণে সব সময় নিজেকে নিয়োজিত রেখেছেন। তার মৃত্যুতে আমরা একজন গুনী নারীকে হারালাম। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
-বিজ্ঞপ্তি ।