কবি জসীম উদদীনের কবিতায় বাংলাদেশের চিরচেনা সৌন্দর্যের প্রতিচ্ছবি ফুটে উঠেছে
‘কবি জসীম উদদীনের কবিতায় বাংলাদেশের চিরচেনা সৌন্দর্যের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। উপেক্ষিত পল্লীকে তিনি নতুন কাব্যিক মহিমা দান করে বাঙালি—মানসে নতুন প্রাণের সঞ্চার ঘটিয়েছেন।
তিনি যেন নতুন করে বাংলাদেশকে চেনালেন তার কবিকৃতি দিয়ে।’ কবি জসীম উদদীনের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাইক্লোন কেন্দ্রীয় সংসদ আয়োজিত আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে কবি সালেহ আহমদ খসরু এ কথা বলেন।
নগরীর জিন্দাবাজারস্থ সিফডিয়া মিলনায়তনে গত সোমবার অনুষ্ঠিত সাইক্লোনের ২৩৮তম সাহিত্য আসরে সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক সেলিম আউয়াল। সাইক্লোনের
সাবেক সভাপতি ভ্রমণকাহিনীলেখক মোয়াজ আফসারের সঞ্চালনায় আসরে আলোচনায় অংশ নেন প্রাবন্ধিক বেলাল আহমদ চৌধুরী, ঔপন্যাসিক আলেয়া রহমান, সহকারী অধ্যাপক জান্নাত আরা খান পান্না।
লেখা পাঠ করেন ছড়াকার জুবের আহমদ সার্জন, রোটারিয়ান রিপন আহমদ, মকসুদ আহমদ লাল, কামাল আহমদ প্রমুখ।
=বিজ্ঞপ্তি ।।