জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন
সুরমা টাইমস ডেস্কঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অদ্য ১৭.০৩.২০২৩ খ্রিঃ সকাল ০৯.০০ ঘটিকায় সিলেট জেলা প্রশাসক কার্যালয় ও পরবর্তীতে সিলেট জেলা পুলিশ লাইন্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম মহোদয়।
এসময় পুলিশ কমিশনার মহোদয়ের সাথে শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ও ডিবি) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ইএন্ডডি) জনাব মুহম্মদ আবদুল ওয়াহাব,
উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মোহাম্মদ শাদিদ সহ এসএমপি’র উর্ধ্বতন কর্মকতাগন উপস্থিত ছিলেন।
দিবসটি উদযাপন উপলক্ষে ০৯.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় সিলেট হতে জেলা স্টেডিয়াম সিলেট পযর্ন্ত এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন জনাব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বিভাগীয় কমিশনার সিলেট, সিলেট রেঞ্জের ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম(বার), পিপিএম, এসএমপি পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ বিপিএম (বার),পিপিএম, জনাব মোঃ মজিবুর রহমান জেলা প্রশাসক সিলেট, পুলিশ সুপার সিলেট জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, এবং এসএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন অফিসারগণসহ বিভিন্ন ইউনিট হতে আগত পুলিশ সদস্যগণ।