বিনোদনের স্মার্ট দুনিয়ায় সারা বিশ্বের বাঙালি দর্শকদের মাতাতে এসেছে ‘আই স্ক্রিন’

বিনোদন প্রতিবেদক::

 

বিশ্বায়নের এই যুগে, একবিংশ শতাব্দির ডিজিটাল সময়ে সব বয়সীদের সব ধরনের বিনোদনের জন্য উন্মুক্ত হয়েছে বাংলাদেশের ওটিটি ‘আই স্ক্রিন’।

বিনোদনের স্মার্ট দুনিয়ায় সারা বিশ্বের বাঙালি দর্শকদের মাতাতে এসেছে ‘আই স্ক্রিন’। বৃহস্পতিবার হোটেল শেরাটনে তারকাদের উপস্থিতিতে এক জমকালো উৎসবমুখর আয়োজনে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই এর স্মার্ট বিনোদনের স্মার্ট দুনিয়া ‘আই স্ক্রিন’।

এই প্ল্যাটফর্মে দর্শকরা ফ্রি এবং প্রিমিয়াম সাবস্ক্রাইবার এই ২ উপায়ে কন্টেন্ট উপভোগ করতে পারবেন। ‘আই স্ক্রিন’ এ থাকবে নতুন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজ, ডাবিং কন্টেন্ট, শর্ট ফিল্ম, জনপ্রিয় সব অনুষ্ঠানসহ বিনোদনের সবকিছু।

সর্বনিম্ন ২৫ টাকায় ১ মাসের জন্য, ১২৫ টাকায় ৬ মাসের জন্য এবং ২২৫ টাকায় ১ বছরের জন্য দর্শকরা প্রিমিয়াম সাবস্ক্রিপশন করতে পারবেন। যে কোন ধরনের মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ভিসা এবং মাস্টার কার্ডের মাধ্যমে খুব সহজেই পেমেন্ট করা যাবে।

 

স্বল্প ইন্টারনেট খরচে বা সীমিত এমবি (মেগাবাইট) ব্যয়ে অত্যন্ত দ্রুত এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে দর্শকরা ‘আই স্ক্রিন’ এর সকল কন্টেন্ট উপভোগ করতে পারবেন।
দর্শকরা গুগল প্লেস্টোর এবং আ্যপল স্টোর থেকে ‘আই স্ক্রিন’ অ্যাপ ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড্রয়েড টিভির দর্শকদের জন্য আইস্ক্রিন উন্মুক্ত।

ওয়েব : www.iscreen.com.bd ‘আই স্ক্রিন’ এর গ্র্যান্ড গালা ইভেনিং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়েছেন জনাব ফরিদুর রেজা সাগর, ব্যবস্থাপনা পরিচালক, ইমপ্রেস টেলিফিল্ম
লিমিটেড, চ্যানেল আই, জনাব জহিরউদ্দিন মামুন, পরিচালক, ইমপ্রেসটেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই ।

 

‘আই স্ক্রিন’ এর বিভিন্ন বিষয়ে জানিয়েছেন জনাব রিয়াজ আহমেদ, প্রধান কর্মকর্তা, ‘আই স্ক্রিন’।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— সাকিব আল হাসান, চঞ্চল চৌধুরী, নায়িকা নিপুন, মৌসুমী, ওমর সানী, ঈশিতা, তিশা, মৌসুমী হামিদ, আফসানা মিমি, জ্যোতিকা জ্যোতি সহ আরও অনেক জনপ্রিয় তারকা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।