জাতির পিতার ১০৩ তম জন্মবার্ষিকীতে জাতীয় শ্রমিক লীগের র‌্যালী ও প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত

সুরমা টাইমস ডেস্কঃ

১৭ই মার্চ ২০২৩, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে কলাবাগান মাঠের সামনে সকাল ০৯.০০ টায় জাতীয় শ্রমিক লীগের সর্বস্তরের নেতাকর্মীদের জমায়েত ও র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি ৩২ নং ধানমন্ডিস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে এসে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান, কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন মিয়া,

 

সহ-সভাপতি এ্যাড. মোঃ হুমায়ুন কবির, তোফায়েল আহমেদ, মোঃ হাবিবুর রহমান আকন্দ, মোঃ মহসিন ভূঁইয়া, মোঃ আসকার ইবনে শায়েখ খাজা, যুগ্ম সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম, সুলতান আহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা বি.এম. জাফর, দপ্তর সম্পাদক এটিএম ফজলুল হক, অর্থ সম্পাদক মোঃ মহিউদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ মোতালেব হাওলাদার, মহিলা সম্পাদিকা প্রমিলা পোদ্দার, ট্রেড ইউনিয়ন সমন্বয় সম্পাদক মোঃ ফিরোজ হোসাইন, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী আজিজুর রহমান,

 

কার্যকরী সদস্য এস.এম. সেলিম আনছারী, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম সফিউল আলম বুলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম, উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ বরকত খান, তেজগাঁও আঞ্চলের সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী, ঢাকা জেলার সভাপতি এম.এ. হামিদ মুন্নানসহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, অঞ্চল শাখা, মহিলা কমিটি, যুব কমিটি ও অন্তর্ভূক্ত বিভিন্ন জাতীয় ইউনিয়ন, ক্র্যাফট ফেডারেশন, বেসিক ইউনিয়ন, থানা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।