বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদের সংবর্ধনা

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ বলেছেন, সিলেট জেলা আইনজীবী সমিতির ঐতিহ্য রয়েছে। এ সমিতির সদস্যরা বাংলাদেশের প্রধান বিচারপতি ও মহামান্য হাইকোর্টের বিচারপতিসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সেক্ষেত্রে বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলার আইনজীবীরাও পিছিয়ে নেই, তারা সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকসহ আইন পেশায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

 

বাংলাদেশের ইতিহাসে প্রথিতযশা আইনজীবী সৃষ্টির সূতিকাগার হিসেবে সিলেট জেলা আইনজীবী সমিতির যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য রক্ষায় নবীন আইনজীবীসহ সকলকে এগিয়ে আসতে হবে।

বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদের উদ্যোগে সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সোহেল’র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট মো. আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে গত সোমবার (১৩ মার্চ) রাতে নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের যুগ্ম সম্পাদক এডভোকেট মোহাম্মদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, এডভোকেট কে.এম. শফিউল আলম।

সংবর্ধিত অতিথির বক্তব্যে সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সোহেল আইনের সুশাসন প্রতিষ্ঠা ও মানবতা রক্ষায় আইনজীবীদেরকে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট খন্দকার করিম উদ্দিন আহমদ, এডভোকেট আব্দুর রাকিব, এডভোকেট নুর উদ্দিন আহমদ, পরিষদের অর্থ সম্পাদক এডভোকেট মোহিত লাল ধর, এডভোকেট জুবায়ের বখত জুবের, শাহ আব্দুল আজিজ প্রমুখ।

 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইকবাল আহমদ, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম ও সমাজসেবা বিষয়ক সম্পাদক এডভোকেট সাহিদুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এডভোকেট জায়েদা বেগম, এডভোকেট তাহরিমা রবানি তুলি,

 

এডভোকেট দিদার আহমদ, এডভোকেট সমছি খানম চৌধুরী। সংবর্ধিত অতিথির হাতে পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন এডভোকেট রণচন্দ্র দেব, এডভোকেট শাহ আবদুল আজিজ, এডভোকেট পান্না চৌধুরী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।