বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুশৃঙ্খল ও ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা প্রত্যেক নেতাকর্মীর সাংগঠনিক ও নৈতিক দায়িত্ব।
গত ১৪/০২/২০২৩ইং তারিখে কেন্দ্রের অনুমতি ব্যতীত ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শাহ শওকত উসমান লিটন, রফিকুল ইসলাম পিন্টু ও এইচ এম ফারুকের যৌথ স্বাক্ষরে গঠনতন্ত্রবিরোধী, ভিত্তিহীন, অনৈতিক ও নিয়মবহির্ভূতভাবে ময়মনসিংহ সদর উপজেলা যুবলীগের কমিটি গঠন করেন। যা তাদের এখতিয়ার বহির্ভূত।
এমতাবস্থায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ময়মনসিংহ জেলা যুবলীগ গত ১৫/০২/২০২৩ইং তারিখে গঠনতন্ত্রবিরোধী, ভিত্তিহীন, অনৈতিক ও নিয়মবহির্ভূতভাবে গঠিত ময়মনসিংহ সদর উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে এবং পূর্বের কমিটিকে পুনর্বহাল করা হয়।
যার ফলে ময়মনসিংহ সদর উপজেলার বিলুপ্ত কমিটি দ্বারা নিয়মবহির্ভূতভাবে গঠিত ৬নং চর ঈশ্বরদিয়া ও ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়ন কমিটি বৈধ নয় এবং তাদের দেওয়া কমিটির কোন ভিত্তি নেই।
=প্রেস বিজ্ঞপ্তি ।