দ্রব্যমূল্যের কষাঘাতে জনজীবন দিশেহারা

সুরমা টাইমস ডেস্কঃ

দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি রোধ, বাঁচার মত মজুরি, সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু, শ্রমআইনের শ্রমিকস্বার্থ বিরোধী ধারা বাতিল করে গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন, পরিষেবা আইন করে শ্রমিকদের ন্যায়সঙ্গত ধর্মঘটের অধিকার হরণ করার পাঁয়তারার বিরুদ্ধে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী কর্মসূচীর অংস হিসেবে সিলেট জেলায় গতকাল ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টায় নগরিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সুরমা পয়েন্টে জমায়েত হয়ে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে এসে জেলা কমিটির সভাপতি সুরুজ আলীর সভাপতিত্বে এবং যুগ্ন-সম্পাদক রমজান আলী পটুর পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ সরকার, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী, শাহপরান থানা কমিটির সহ-সভাপতি জালাল মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুমিন রাজু, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ সহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন; বর্তমানে জনজীবন নানাবিধ সংকটে জর্জরিত। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অগ্নিমূল্যে জনজীবন আজ দিশেহারা। বিভিন্ন ব্যাক্তিমালিকানাধিন
স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে দেওয়া হচ্ছেনা শ্রমিকদের বেঁচে থাকার মতো নূন্যতম মজুরি। সরকারের পক্ষ থেকেও নিম্নতম মজুরি ঘোষনা করা হচ্ছে না। যার দরুন শ্রমিকদের প্রাপ্য

মজুরি দেওয়া হচ্ছেনা। তারা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। সমাবেশ থেকে বক্তারা অনতিবিলম্বে নিম্নতম মজুরি ঘোষনার দাবি জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।