সাংবাদিক মাহমুদ হোসেনের বাবা কমর উদ্দিন আর নেই

 

বাংলানিউজের স্টাফ ফটো করেসপন্ডেন্ট ও দৈনিক শ্যামল সিলেটের চীফ ফটো সাংবাদিক, সিলেট জেলা প্রেস ক্লাব’র কার্যনির্বাহী কমিটির সদস্য মাহমুদ হোসেনের বাবা হাফিজ মো. কমর উদ্দিন আর নেই।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোররাত ৩ টা ৫ মিনিটে সিলেট নগরের মেন্দিবাগ গার্ডেন টাওয়ারে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….. রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ আজ বেলা ২ টায় বিয়ানীবাজার উপজেলার উত্তর আকাখাজানা গ্রামে শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। মরহুমের ছোট ছেলে মাহমুদ হোসেন এমনটি নিশ্চিত করেছেন।

এদিকে, মাহমুদ হোসেনের বাবার মৃত্যুর খবর শুনে ভোররাতে সতীর্থ সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাঁর স্বজনরা বাসায় এসে উপস্থিত হন। তারা মরহুমের পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

 

 

=বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।