যুবদল নেতা মকসুদকে আলী আহমদের অভিনন্দন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় (সিলেট বিভাগীয়) সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ।
তৃনমূলের জনপ্রিয় যুবনেতা মকসুদকে মূল্যায়ন করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
গগতকাল শনিবার এক বিবৃতিতে আলী আহমদ বলেন, সাবেক সফল ছাত্রনেতা থেকে জেলা যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বার বার কারা নির্যাতিত জিয়ার সৈনিক। মকসুদ আহমদকে কেন্দ্রীয় যুবদলে পদায়ন করায় যুবদলের কার্যক্রম গতিশীল ও সুসংগত হবে বলে আমার বিশ্বাস।
=বিজ্ঞপ্তি ।