ইনার হুইল ক্লাব ৩২৮ সিলেট এর পক্ষ থেকে কিডনী ফাউন্ডেশন সিলেট এর রোগীর যাতায়াত সুবিধার জন্য একটি হুইল চেয়ার প্রদান করা হয়। সেময় সময়ে ইনার হুইল সিলেট এর প্রেসিডেন্ট মিসেস নুরুননাইম নাহার লিপি, সেক্রেটারী মিসেস আরিফা সুলতানা পপি, ইমিডিয়েট পাষ্ট প্রেসিডেন্ট মিসেস ফরিদা নাসরীনসহ অন্যরা ও ছিলেন।
-বিজ্ঞপ্তি