Surma Times | Sylhet News

সিলেটের প্রথম অনলাইন সংবাদ পোর্টাল

সিলেটের করেরপাড়ায় লোকনাথ ব্রহ্মচারী বাবার পাদুকা উৎসব শুরু ২৪ ফেব্রুয়ারি

ত্রিকালদর্শী পরম পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পাদুকা উৎসব-এর আয়োজন করা হয়েছে। এই পাদুকা উৎসব সিলেট নগরের করেরপাড়াস্থ পরম পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দিরে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে, ২৪ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৫টা ৩১ মিনিটে পরম পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মঙ্গলঘট স্থাপন, সন্ধ্যা ৭টা ১ মিনিটে বিশেষ প্রার্থনা,
পরিবেশনায়; শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ভক্তবৃন্দ পরিষদ; সিলেট। রাত ৮টা ১৫মিনিটে শ্রীমদ্ভাগবতগীতা পারায়ন,পরিবেশনায়; গীতা সংঘ, সিলেট। রাত ৯টা ১৫মিনিটে শুভ
অধিবাস।

২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ৬টা ১মিনিটে ঊষা কীর্ত্তন, সকাল ৭টা ১মিনিটে বিশেষ পূজা অর্চনা আরম্ব, সকাল ৮টা ১মিনিটে অঞ্জলি প্রদান, সকাল ৯টা ১মিনিটে বাল্যভোগ
নিবেদন, সকাল ৯টা ১মিনিটে বাল্যভোগ প্রসাদ বিতরণ, সকাল ১০টা ১১মিনিটে বিশ্বশান্তি ও মানব কল্যাণে সমবেত মৌনধ্যান, সকাল ১০টা ৩১মিনিটে পদাবলি কীর্ত্তন, অপরান্থ
২টা ১ মিনিটে রাজভোগ নিবেদন, ৩১ মিনিটে রাজভোগ মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে আরতি কীর্ত্তন ও বিশেষ প্রার্থনা ও রাত ৮টা ৩১ মিনিটে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান।

ত্রিকালদর্শী পরম পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পাদুকা উৎসবে সর্বস্তরের ভক্ত-অনুরাগীদের উপস্থিত থাকার জন্য সিলেট নগরের করেরপাড়াস্থ পরম পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি অরবিন্দু দাশ ও সাধারণ সম্পাদক সুমিত দেব বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

 

-বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।