আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উইমেন চেম্বার’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, পরিচালক নাসরিন বেগম, তাসমিন আক্তার, বিউটি বর্মন, সদস্য তাহেরা জামান, শিল্পী বেগম, সালমা সুলতানা সুমি, মিতু রায়, রুনা বেগম রিখা প্রমুখ।
==বিজ্ঞপ্তি ।।