২৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে আকতার রশীদ চৌধুরী’র মতবিনিময়

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেট মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন মহানগর বিএনপির আসন্ন ৪টা মার্চ কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ২৬নং ওয়ার্ডের সভাপতি আকতার রশীদ চৌধুরী। বৃহস্পতিবার (১৬ই ফেব্রুয়ারি) রাত আটটার সময় নগরীর একটি কমিউনিটই সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকতার রশীদ চৌধুরী বলেন, আমি দীর্ঘ দিন ধরে বিএনপির রাজনীতি করে আসছি, বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব নিষ্টার সাথে পালন করেছি। বিগত দিনে আন্দোলন, সংগ্রামসহ সকল কর্মসূচীতে আপনাদের সহযোদ্ধা হিসেবে রাজপথে পেয়েছেন। আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্টা ও বেগম খালেদা জিয়া’র মুক্তির আন্দোলনে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে চাই। আমি আসন্ন মহানগর বিএনপির কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী, আপনাদের কাছে সহযোগিতা চাই।

১৬নং ওযার্ড বিএনপি’র সভাপতি মির্জা বেলায়েত হোসেন লিটন’র সভাপতিত্বে ও মহানগর বিএনপি নেতা উজ্জল রঞ্জন চন্দ’র পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মিসবাহ উদ্দিন, যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর এড. রোকসানা বেগম শাহনাজ, আহবায়ক কমিটির সদস্য নেহার রঞ্জন দে, মোর্শেদ আহমদ মুকুল, আবুল কালাম, ৫নং ওয়ার্ডের সভাপতি ছাদিকুর রহমান ছাদিক, মহানগর বিএনপির নেতা আব্দুস সাত্তার মামুন, খসরুজ্জামান খসরু।

ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ রাজন আহমদ ও নজির হোসেন, ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, ৫নং ওযাডের সাধারণ আব্দুল্লাহ শফি সাঈদ সাহেদ, ৬নং ওয়ার্ডের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এ এস এম সায়েম, ৮নং ওয়ার্ডের সভাপতি সবুর আহমদ, ১০নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হাকিম, ১১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু সাইদ মোঃ তাইফ, ১২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, ১৫নং ওয়ার্ডের সাধারন সম্পাদক রাসেল আহমদ, ১৬নং ওয়ার্ডের সাধনা সম্পাদক রুম্মান আহমদ, ১৮নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, ২৫নং ওয়ার্ডের সাধারন সম্পাদক সোলেমান হোসেন সুমন, ২৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এম, এ মান্নান, ২৭নং ওয়ার্ডের সভাপতি নাজিম উদ্দিন।

এ সময় অন্যান্যদের মধ্যে ৪নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক এবি মজুমদার রনি, ৭নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীদ হোসেন সাবু, ৮নং ওযার্ডের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ খান, ৯নং ওযার্ডের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, ১০নং ওযার্ড বিএনপির সাব্বির আহমদ, ১১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রাসেল, ১৬নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, ১৮নং ওযার্ডের সভাপতি তারেক ভাই খান, ২১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেকু, ২২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, ২৫নং ওয়ার্ডের সভাপতি বাচ্চু মিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ শিপু, ২৬নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নাহি বক্ত শিপু, ২৭নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মঈন খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুরাদ আহমদ, সৈয়দ খিজির হোসেন এনু, ডাঃ এম, এ হক, রেজাউর রহমান রুজন, লুৎফুর রহমান, যুবদল নেতা কয়েস আহমদ, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, রুজেল ইমাম, ছাত্রদল নেতা রুবেল ইসলাম, আজহার আলী অনিক, এলিন শেখ, লিয়াকত আলী ইমন, বদরুল ইসলাম, ফরহাদ আহমদ, মেহেদী হাসান সাজাই প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।