কানাইঘাটে টেকনোক্র্যাট ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধিঃ ]

জিওবি-ইউনিসেফ ওয়াশ প্রোগ্রামের অধীনে বাংলাদেশে আর্সেনিক ঝুঁকি হ্রাসের জন্য বেসরকারি সেক্টরের সক্ষমতা এবং ডিজিটাল ডেটা ম্যানেজমেন্ট (ইপিএসই-ডিডিএম) বৃদ্ধি করার লক্ষে কানাইঘাটে টেকনোক্র্যাট ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিসেফের সহযোগিতায় এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি।

উক্ত প্রকল্পের ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রজেক্ট ম্যানেজার ইমতিয়াজ চৌধুরীর সার্বিক উপস্থাপনায় প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, ইউনিসেফ ঢাকার ওয়াস কন্স্যাল্টটেন্ট মোহাম্মদ জাহিদ আলম, কানাইঘাট উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক কানাইঘাটের এরিয়া ম্যানেজার ফরমান আলী।

কর্মশালায় আর্সেনিক প্রবণ এলাকা কানাইঘাটে আর্সেনিক ঝুঁকি হ্রাস করতে গভীর নলকূপ স্থাপনে জনসাধারণকে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিশুদ্ধ পানি নিশ্চিতের লক্ষে ডিপটিউবওয়েল সঠিক জায়গায় স্থাপন এবং বিশুদ্ধ পানির স্তর নির্ধারণ, ডিপটিউবওয়েলের সঠিক সংরক্ষণ সহ আর্সেনিক ঝুঁকি এড়াতে বেসরকারি সেক্টরের সক্ষমতা ও চলমান সঠিক ডাটাবেজ বাড়াতে জনপ্রতিনিধি সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

কর্মশালায় উক্ত প্রজেক্টের কাজ কানাইঘাটে সঠিকভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোপাল চন্দ্র সূত্রধর, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মাও. জামাল উদ্দিন, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাও. শামছুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা ও সূধীবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।