মঞ্চে অন্ত:সত্ত্বা রিয়ানা
সুরমা টাইমস ডেস্কঃঃ
ঘোষণা হয়েছে অনেক আগেই। ছিল শুধু অপেক্ষা। অবশেষে এল সেই প্রতীক্ষিত দিন। তবে রিয়ানার মঞ্চে প্রত্যাবর্তন হয়ে রইল আরও বিশেষ কিছু। মঞ্চে উঠে ক্যারিবিয়ান গায়িকা ইঙ্গিত দেন, দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন তিনি।
আমেরিকান ফুটবল টুর্নামেন্ট এনএফএলের (ন্যাশনাল ফুটবল লিগ) ফাইনাল নিয়ে আগ্রহের কমতি নেই। খেলা তো বটেই, তার মাঝের হাফটাইম শো নিয়েও হয় ব্যাপক মাতামাতি। এখানে পারফর্ম করেন বিশ্বের নামী পপতারকারা। গতকাল রাতে (বাংলাদেশ সময় সোমবার ভোর) প্রথমবারের মতো সেখানে পারফর্ম করলেন রিয়ানা। মঞ্চে তাঁর পারফরম্যান্স মানেই যেন ঝড়, যে ঝড়ে নিজেকে সমর্পণ করে দেওয়া ছাড়া উপায় থাকে না।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ফার্ম স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ, রিয়ানার পারফরম্যান্স দেখতে তর সইছিল না। গায়িকাও নিরাশ করেননি। তবে তাঁর গান ছাপিয়ে অন্ত:সত্ত্বা হওয়ার ঘোষণায়।