মিথ্যা ছিনতাইয়ের অভিযোগ দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে অভিযোগকারী নিজেই গ্রেফতার

সুরমা টাইমস ডেস্ক :

সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানা এলাকায় প্রতিপক্ষকে ফাঁসাতে ৯৯৯-এ কল দিয়ে অভিযোগ করে নিজেই পুলিশের হাতে গ্রেফতার হলেন রিপন মিয়া (৩৩) নামের এক যুবক।

সোমবার (১৪ই জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ওই ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

 

গ্রেফতারকৃত রিপন মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার তিমিরপুর গ্রামের মৃত আবদুল হকের ছেলে। বর্তমানে তিনি নগরীর উত্তর জাহানপুর এলাকায় বসবাস করেন।

 

পুলিশ জানায়, গত রোববার সকালে রিপন ৯৯৯-এ ফোন করে জানান, টিলাগড় সরকারি কলেজের সামনে আফজল নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা তাঁর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছেন।

খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতিতে রিপন স্থানীয় এক গ্যারেজের সামনে থাকা নিরাপত্তাকর্মী জুনেদ মিয়াকে দেখে মারধর শুরু করেন।

 

পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে উভয়কে থানায় নিয়ে আসে। পরে থানায় আফজল, জুনেদ ও আরও কয়েকজনের বিরুদ্ধে লিখিতভাবে ছিনতাইয়ের অভিযোগ করেন রিপন মিয়া।

তবে শুরু থেকেই রিপন মিয়ার বক্তব্য পুলিশের সন্দেহ হলে তারা তদন্ত শুরু করে।

তদন্তে জানা যায়, ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি। বরং রিপন ও আফজল সেখানে মোবাইল ফোনে জুয়া খেলছিলেন। একপর্যায়ে পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।

 

তখন নিরাপত্তাকর্মী জুনেদ তাদের এলাকা থেকে সরিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে রিপন মিথ্যা ছিনতাইয়ের অভিযোগ করেন।

 

জিজ্ঞাসাবাদে রিপন পুলিশকে জানান, ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি। আফজলদের ফাঁসানোর উদ্দেশ্যেই তিনি ওই অভিযোগ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘রিপনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তাঁকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।