সিলেটে লেগুনায় আগুন দিলো দুর্বৃত্তরা
সুরমা টাইমস ডেস্কঃ
সিলেট শহরতলীর দাশপাড়ায় একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।গতকাল বুধবার (১৫ই নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারা আগুন নিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে শহরতলীর দাসপাড়া এলাকায় একটি লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অগ্নিসংযোগকারীরা পালিয়ে যায়।