সুরমা টাইমস ডেস্ক :
সিলেট জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটের স্বর্ণ ব্যবসায়ী অপুর্ব জুয়েলার্সের মালিক সালাহ উদ্দিনের উপর সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।
গত রবিবার দুপুরে হক সুপার মার্কেটের সামনে বিশাল মানববন্ধন করে হক সুপার মার্কেটের ব্যবসায়ীরা।
সমিতির সাধারন সম্পাদক ও সিলেট নিউ ভেনার্স জুয়েলার্সের স্বত্বাধিকারী গোবিন্দ রায়ের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দি ডামাস জুয়েলার্সের স্বত্বাধিকারী মারুফ আহমদ, অনামিকা জুয়েলার্সের স্বত্বাধিকারী কয়ছর আহমদ, ভেনাস জুয়েলার্সের জিএম সাংবাদিক হুমায়ুন করিব, সুজিত আচার্য্য, গহনা হাটের স্বত্বাধিকারী আজমল হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বর্তমান সময়ে আইনশৃংখলার পরিস্থিতি খুবই নাজুক।
জান মালের নিরাপত্তা পাচ্ছি না। গত বৃস্পতিবার রাতে অপূর্ব জুয়েলার্সের স্বত্বাধিকারী সালাহ উদ্দিন উপশহর এলাকায় বাসায় ফেরার পথে একদল ছিনতাইকারী পথরোধ করে এবং তাকে উপর্যপুরি চুরিকাঘাত করে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা নগদ টাকাসহ স্বর্নালংকার নিয়ে যায়।
দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানানো হয়। অন্যথায় ব্যবসায়ীরা বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন।