
হবিগঞ্জ জেলা সৎসঙ্গের উৎসব কমিটির সাধারণ সম্পাদক এডঃ অর্জুন রায় ও ব্যবসায়ী অঞ্জন রায়ের পিতা প্রয়াত অরুন চন্দ্র রায় মহোদয়ের বৃষোৎসর্গ শ্রাদ্ধ গত ৯ই জুলাই বুধবার বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে পৌর এলাকার উমেদনগর বাড়ীতে সম্পন্ন হয়।
অনুষ্ঠানমালায় বৃহস্পতিবার ছিল শ্রাদ্ধের আনুষ্ঠানিক ক্রিয়াদি শ্রাদ্ধানুষ্টান ও ব্রাহ্মণ ভোজন। গতকাল শুক্রবার রয়েছে বৈষ্ণবসেবা ও প্রসাদ বিতরন,আজ শনিবার মৎসাদি মধ্যাহ্নভোজন।
সর্বশ্রী মৃত্যুঞ্জয় চক্রবর্তীর পৌরহিত্যে ও প্রেমানন্দ চক্রবর্তী পন্ডিতের সার্বিক পরিচানায় ১৩ জন ব্রাহ্মণসহ শ্রাদ্ধনুষ্টানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সৎসঙ্গ বাংলাদেশ হবিগঞ্জ জেলার দায়িত্ব প্রাপ্ত সহ প্রতি ঋত্বিক রতন দেব,সহ প্রতি ঋত্বিক নিশি কান্ত দাস, সৎসঙ্গ হবিগঞ্জ জপলা শাখার উৎসব কমিটির সভাপতি সুনীল চন্দ্র দাশ,
নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,শিবব্রত পাল,ব্যবসায়ী গৌতম রায়সহ বিভিন্ন সংগঠনের নের্তবৃন্দ উপস্থিত ছিলেন।