স্পোর্টস ডেস্ক: এক সময় রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বাদ দিয়ে ভারতীয় স্কোয়াড কল্পনাই করা যেতো না। দুজনই ছিলেন তুখোড় খেলোয়াড়। তাদের সঙ্গে প্রতিযোগিতা করার মতো কেউ ছিলেন না। এখনও যে খুব খারাপ খেলছেন কোহলি-রোহিত, বিষয়টি এমন নয়। তবে ফর্ম ভালো নেই। তাছাড়া প্রতিযোগিতা করে দুজনের চেয়ে এগিয়ে যাওয়ার মতো অনেক ক্রিকেটার দলে চলে এসেছেন। যে কারণে কোহলি-রোহিতকে নিয়ে অতি মাত্রায় ভাবতে হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও রোহিত-কোহলিকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
দুই তারকা ক্রিকেটারকে নিয়ে বিসিসিআইয়ের ভাবনাকে ইতিবাচকভাবে উপস্থাপন করলে বলা যায়, ‘মধুর সমস্যা’। অর্থাৎ টেস্টে ফর্মে না থাকলেও ওয়ানডে ফরম্যাটেও তো দুজনই কার্যকর। আবার অভিজ্ঞাতাও দারুণ। আইসিসি টুর্নামেন্টে যার অনেক মূল্য। দুজনে মিলে গত বছরও ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন। অন্যদিকে তরুণ ক্রিকেটাররা ভালো খেলছেন। রোহিত-কোহলির তুলনায় বেশি মারমুখী। ঘাটতি অভিজ্ঞতার দিক থেকে।
নেতিবাচকভাবে বললে ব্যাপারটা ‘গলার কাঁটার’ মতো। কারণ, রোহিতের নেতৃত্বে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ধবলধোলাই হয়েছে ভারত। এরপর বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ হেরেছে তারা। টানা দুই সিরিজে হারের দায় রোহিত-কোহলিকেই নিতে হবে। দুজনই ব্যাটে হাতে ছিলেন ফ্লপ। অস্ট্রেলিয়া সফরে কোহলির গড় ২৩.৭৫ আর রোহিতের মাত্র ৬.২।
নেতিবাচকতার মাত্রা এই কারণে আরও বেড়ে যায় যে, দুজনেরই বয়স হয়েছে। কোহলি (৩৬ বছর) ও রোহিতকে (৩৭ বছর) ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রাখাটা কতটা যুক্তিসম্মত, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ওই সময় তাদের ফর্ম কেমন হবে, তা নিশ্চয়ই কারো জানা নেই। এমন অবস্থায় নতুন ক্রিকেটারদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ দিয়ে পরীক্ষা করে নেওয়ার দারুণ সুযোগ।
যশস্বী জয়সওয়ালের ভালো খেলাটাই মূলত রোহিত-কোহলিকে নিয়ে সমস্যা সৃষ্টির আসল কারণ। বাঁহাতি এই তরুণ টি-টোয়েন্টি ও টেস্ট দারুণ ব্যাটিং করছেন। কিন্তু ওয়ানডেতে এখনো অভিষেক হয়নি। কারণ, প্লট খালি নেই। রোহিত-কোহলি তা দখলে রেখেছেন।
রোহিতের সঙ্গে আরেক ওপেনার শুবমান গিলকেও বাদ দেওয়ার সুযোগ নেই। কেননা ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে দারুণ ওপেন করেছেন তারা। দুজনের বোঝাপড়াও ভালো। গিলের ওয়ানডে ব্যাটিং তাক লাগানোর মতো।
যদি জয়সওয়ালকে দলে ফেরাতে হয়, ওপেনিংয়ে জায়গা ছাড়তে হবে রোহিতককে। সেক্ষেত্রে ডানহাতি গিলের সঙ্গে বাঁহাতি জয়সওয়ালের ব্যাটিং কম্বিনেশন ভালো হবে। আর যদি ওপেনিং থেকে গিলকে নিচে নামিয়ে আনা হয়, জয়সওয়ালের সঙ্গে রোহিতকে দলে রাখা হয়, তাহলে কোহলির জায়গা দখল করবেন গিল। ব্যাটিংঅর্ডারের পরের দিকে খেলবেন লোকেশ রাহুল ও রিশাভ পান্তের মতো তারকারা।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে কীভাবে দল নির্বাচন করে অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল ও হেড কোচ গৌতম গম্ভীর, সেটাই দেখার।