সুরমা টাইমস ডেস্ক :
সিলেট মহানগরে ডিজিটাল লেনদেনের মাধ্যমে প্রতারণার অভিযোগে দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তারা দোকানে গিয়ে কৌশলে বিক্রেতাদের অজান্তে তাদের মোবাইল লেনদেন অ্যাপসের পিন সংগ্রহ করত এবং পরে তা ব্যবহার করে মোবাইল ট্রানজাকশনের মাধ্যমে টাকা তুলে নিত।
গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার জেলার মহেশখালী থানার কালারমারছড়া ইউনিয়নের দুই বাসিন্দা—চিকনীপাড়া গ্রামের মো. হোসাইনের পুত্র মো. ওসমান গনি (২১) এবং সোনারপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে মো. ফরহাদ আহম্মদ (২২)।
জানা গেছে, গত ৮ই জুলাই ২০২৫ তারিখে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন নগদ এজেন্ট দোকানে গিয়ে প্রতারকরা এই কৌশলে টাকা আত্মসাৎ করে।
মদিনা মার্কেটের ব্যবসায়ী সৌরভ রায় শুভ ও শাহজালাল গেইট এলাকার ব্যবসায়ী মো. সাইদুর রহমান জানিয়েছেন, তাদের দোকান থেকে প্রতারকরা যথাক্রমে ৩০ হাজার ও ৪৯ হাজার টাকা তুলে নেয়।
এ ঘটনায় অভিযোগ পেয়ে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযান শুরু করে। গত ৯ই জুলাই কোতোয়ালি মডেল থানার হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ২টি বাটন ফোন, ১২টি সিম কার্ড এবং নগদ ৪০ হাজার ৫৪০ টাকা।
সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া), পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।