নবীগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :
নবীগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে নবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‍্যালি ও পরে ভূমি মেলার উদ্বোধন করা হয়। ভূমি মেলার উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, আউশকান্দি ইউপি সদস্য সাইদুর রহমান, গজনাইপুর ইউপি সদস্য জাহেদ আহমদ, সাদির আহমদ, সেকুল মিয়া, সংরক্ষিত সদস্য রাহেনা পারভীন ও ফারছিয়া বেগম, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মো. আশফাক উজ্জামান চৌধুরী, সার্ভেয়ার হাবিবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তারাসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন, বর্তমান সরকার “স্মার্ট সিটিজেন” ও “স্মার্ট সোসাইটি” গঠনের লক্ষ্যে কাজ করছে। এই লক্ষ্য পূরণে স্মার্ট ভূমিসেবা একটি অপরিহার্য অংশ। তাই জনগণের দোরগোড়ায় আধুনিক ও সহজতর সেবা পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশব্যাপী এই ভূমি মেলার আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, আগের তুলনায় বর্তমান ভূমি সেবা বহুগুণে উন্নত ও প্রযুক্তিনির্ভর হয়েছে। এখন আর সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত সেবা পেতে দীর্ঘসূত্রিতা কিংবা দুর্ভোগের মুখোমুখি হতে হয় না। ঘরে বসেই মোবাইল বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নামজারি, পর্চা, খতিয়ানসহ বিভিন্ন সেবা সহজেই গ্রহণ করা সম্ভব হচ্ছে। তিন দিনব্যাপী এ মেলার মাধ্যমে আরও উন্নত ও সুলভ ভূমি সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করা হয়। তিনি সকলকে স্মার্ট ভূমি ব্যবস্থাপনায় অংশগ্রহণের আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।