সুরমা টাইমস ডেস্ক :
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শান্তি, নিরাপত্তা, মানবাধিকার এবং টেকসই উন্নয়ন ও অগ্রগতির অপরিহার্য শর্ত হলো নারীর অধিকার।
তিনি বলেন, নারী সমাজ যাতে অবহেলা, নির্যাতন ও নিপীড়নের শিকার এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। কর্মযজ্ঞে নারীর সমতায়ন নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে।
তিনি বলেন, আমাদের জনসংখ্যার অর্ধেক নারী। তাই নারী সমাজের অগ্রগতি সাধিত হলে জাতির সামগ্রিক বিকাশ সম্ভব হবে।
এ সত্যটি উপলব্ধি করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে নারীর অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন।
সেটির ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার সরকার ক্ষমতায় আসার পর এ দেশের নারীর আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়নসহ নারী সমাজের অশিক্ষার অন্ধকার ঘুচিয়ে শিক্ষার ব্যাপক প্রসারের জন্য অনেক কার্যকর উদ্যোগ গ্রহণ করেছিল।
নারী সমাজের উন্নয়ন ও কল্যাণে আন্তরিকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।
তিনি শুক্রবার (২ মে) বিকেলে নগরীর আম্বরখানার মনিপুরী পাড়ায় মহিলাদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র (১ম) রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক শামীম মজুমদার, বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু, তোফায়েল বাসিত তপু, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদ,
সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৪নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি হাফসা বেগম, সাধারণ সম্পাদক পারুল আক্তার, রাশেদা বেগম, শম্পা বেগম প্রমুখ।