কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারীতে চাঁদাবাজি বন্ধের দাবিতে আলোচনা সভা

সুরমা টাইমস ডেস্ক :

কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারী নিয়ে স্থানীয় কিছু কুচক্রি মহলের ইন্দনে চাঁদাবাজি বন্ধের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কানাইঘাট ১নং লক্ষী প্রসাদ পূর্ব ইউপি শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) রাতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কানাইঘাট উপজেলা বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক জাকারিয়া সিদ্দিকী লিটন।

উপজেলা যুবদলের আহবায়ক কমিটি সদস্য নুরুল আম্বিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি তাঁতি বিষয় সম্পাদক ও ১নং ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম মস্তফা কামাল, ১নং ইউনিয়ন শ্রমিক দল সভাপতি তায়েফ উদ্দিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম, যুবদল নেতা আসরাফ হোসেন আসাব, সামিম আহমদ, উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের যুগ্ম সম্পাদক সালেক আহমদ,

 

রাসেল আহমদ রনি, শ্রমিক দল নেতা ফরাজ উদ্দিন, হোসেন আহমদ, আনওয়ার আহমদ, কামরান মালেক প্রমুখ।

এছাড়াও আলোচনা সভায় জাতীয়তাবাদী শ্রমিকদল কানাইঘাট ১নং লক্ষী প্রসাদ পূর্ব ইউপি শাখার নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।