বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহত

সুরমা টাইমস ডেস্ক :

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

গতকাল রোববার (২৭শে এপ্রিল) ভোরে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামসংলগ্ন ভারতের অংশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল (২২) ও হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)।স্থানীয়রা জানান, রোববার ভোরে যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ আসে।

পরে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন মনিরা জানান, স্থানীয় চৌকিদারের মাধ্যমে তিনি দুজন মারা যাওয়ার খবর শুনেছেন।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, এখন পর্যন্ত একজন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে।

বিএসএফ একজন নিহত হওয়ার খবর জানিয়েছে। আমরা আরও খোঁজখবর নিচ্ছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।