কানাইঘাটে চাঁদাবাজির অভিযোগে জনতার হাতে আটক কনস্টেবল প্রত্যাহার

সুরমা টাইমস ডেস্ক :

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করেতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে এক কনস্টেবল আটক হয়েছেন।

গতকাল শনিবার (২৬শে এপ্রিল) দুপুরে সিলেটের কানাইঘাটের লোভাছড়ায় এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম নারায়ণ। তিনি কানাইঘাট থানায় কনস্টবল পদে কর্মরত আছেন।

এ ঘটনার ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, লোভাছড়া নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা পুলিশের জ্যাকেট পরা এক ব্যক্তিকে নানা প্রশ্ন করছেন লোকজন। তার দুই পকেট থেকে কয়েকবারে বেশ কিছু টাকা বের করেছেন তারা।

স্থানীয়রা জানান, কানাইঘাটের লোভাছড়া কোয়ারির প্রায় ৫০ লাখ ঘনফুট পাথর নিলাম দরপত্রের মাধ্যমে পিয়াস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ইজারা নিয়েছে। তবে পাথর বিক্রির অনুমতি পায়নি প্রতিষ্ঠানটি।

 

এর মধ্যে কিছু অসাধু লোক নিলামে ক্রয়কৃত পাথর চুরি করে নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ম্যানেজ করেই পাথরগুলো চুরি করা হচ্ছে। এতে নৌকাপ্রতি নির্দিষ্ট পরিমাণ টাকা পান পুলিশের কিছু অসাধু কর্মকর্তা।

এদিকে আটকের পর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পুলিশ সদস্য নারায়ণকে কানাইঘাট থানায় নিয়ে যাওয়া হয়। তবে এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়ালের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেন নি।

এ বিষয়ে সিলেটের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) সম্রাট তালুকদার জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দৃষ্টিগোচর হয়েছে।

 

কনস্টেবল নায়ারণকে প্রশাসনিক কারণে কানাইঘাট থানা থেকে প্রত্যাহার করে সিলেট পুলিশলাইনসে সংযুক্ত করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।