সুরমা টাইমস ডেস্ক :
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের কালাগুল পাঠানগাঁও এলাকায় জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
গত বুধবার (১৬ই এপ্রিল) সকালে পাঠানগাঁওয়ে আয়োজিত মানবন্ধনে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বি মনাফ খা। ফরিদ খা ও রহিম খা এর যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার মুরব্বি সাবেক মেম্বার ফারুক আহমদ, মুরব্বি রিয়াছত আলী, সুন্দর আলী, নিজাম মিয়া, আব্দুল জব্বার, হাফিজ মকবুল মিয়া,
আরফান মিয়া, রজব খা, গিয়াস মিয়া, ওয়াব আলী, ফরিদ খা, জয়তারা বেগম, জয়দন বিবি, বতাই বেগম, শাফিনা বেগম। এছাড়াও মানববন্ধনে কালাগুল পাঠানগাঁও এলাকার সর্বস্থরের জনসাধরণ উপস্থিত ছিলেন।
মানবন্ধনের বক্তারা বলেন, একটি প্রবাবশালী মহল কালাগুল পাঠানগাঁও এলাকার খাঁন বংশের সমস্ত জায়গা-জমি জোরপূর্বক দখল করে নিয়েছে, যা অতি দুঃখজনক। বক্তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, একটি প্রভাবশালীমহল কালাগুল এলাকার খাঁন বংশের সমস্ত জায়গা-জমি জোর দখল করেছে তা এলাকার সর্বমহলের মানুষরা জানেন।
অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও সমস্ত জায়গা-জমি ফিরিয়ে দেওয়া জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সিলেটের প্রশাসনসহ সর্বমহলের প্রতি অনুরোধ জানান বক্তারা।